খুচরা ড্রাগ লাইসেন্স এর মালিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
(১) দাতা ও গ্রহীতার আবেদন (জাতীয় পরিচয়পত্র কপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি)
(২) সুপারিশসহ ওষুধের দোকানের পরিদর্শন প্রতিবেদন।
(৩) ড্রাগ লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
(৪) ট্রেড লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
(৫) মালিকানা পরিবর্তনের নিমিত্তে নোটারি পাবলিক/১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট এর সত্যায়িত কপি।
(৬) মালিকানা পরিবর্তনের ফি এবং ভ্যাট চালানের মূল কপি।
(৭) ফার্মাসিস্ট সনদের সত্যায়িত কপি এবং অঙ্গীকারনামা।
(৮) দোকান ভাড়ার রশিদ/ডিড/দলিলের ফটোকপি।
(৯) দোকানের/প্রতিষ্ঠানের ৩-৪ কপি ছবি।
(১০) ব্যাঙ্ক সলভেন্সি সনদ-মূলকপি।
(১১) ট্যাক্স রিটার্ন জমার কপি এবং টি.আই.এন. সনদের কপি।
রেফারেন্স: ডিজিডিএ/সার্কুলার-৫৩/০৮/১৯৫৫৬; তারিখ: ২১-১২-২০১৭
